আইডিয়ার দুই গুণ বেশি টাকা লেগেছে। আসলে সব আইডিয়া কাজে লাগেনা গাড়িটি নিলামে বিক্রি করে নতুন আরেকটি গাড়ি নিয়ে চলে আসা উচিত ছিল।😛 যাইহোক, সেখানেও টাকার ব্যাপার স্যাপার কিন্তু সারাদিন শেষে মার্কেটের পাম্প যেটা একটু হাসি ফুটিয়েছে এটাই প্রাপ্তি হা হা।