ইয়ামাহার সার্ভিস সেন্টারে।

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আজ সারাদিন কেটেছে বাড়ির বাইরে। গিয়েছিলাম শহরে, অনেক গুলো কাজ হাতে নিয়ে। বাবুর জন্য কিছু কেনাকাটা, পাসপোর্ট রি-নিউ, বাইক সার্ভিস।

সকাল ১০ টার পর আমরা ৩ জন বেড়িয়ে পরছিলাম শহরের দিকে। প্রথমেই ইয়ামাহা অথরাইজড সার্ভিস সেন্টারে গেলাম। আমার বাইকে অনেকদিন ধরেই কিছু সমস্যা দেখা দিচ্ছে। সময়ের অভাবে গাড়ি সার্ভিসিং এর জন্য সার্ভিস সেন্টারে যাওয়া হয়ে উঠছিলোনা। আমার ধারণা ছিলো ৭-৮ হাজার টাকার মধ্যে সার্ভিস করা হয়ে যাবে তবে সার্ভিস সেন্টারে গিয়ে গাড়ি চেক করে দেখে তারা যা বললো তাতে আমার অবস্থা খারাপ।

IMG_3409.jpeg

IMG_3411.jpeg

IMG_3415.jpeg

IMG_3416.jpeg

IMG_3417.jpeg

গাড়ির চেইন স্পোকেট সেট চেঞ্জ করতে হবে সেটা আগেই যানতাম। কিন্তু ইঞ্জিন সহ বিভিন্ন ইন্টারনাল প্রবলেমের কারনে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে হবে। কি আর করা। গাড়ি সার্ভিস করতে দিয়ে বাইরের কিছু কাজ সেরে ফেললাম। সকাল ১১:৩০ এর দিকে গাড়ি দিয়েছিল, ফেরত পেলাম বিকেল ৪:৩০ এর দিকে।

IMG_3418.jpeg

IMG_3419.jpeg

IMG_3420.jpeg

IMG_3423.jpeg

মোট বিল হলো ১৯,৬৮৫ টাকা। বিশাল একটা বাঁশ খেলাম। এজন্য অল্প সমস্যা হলেই সেটা সল্ভ করে নিতে হয়। যাইহোক, আশাকরি সহজে আর এমুখো হতে হবে না। এদিকে পাসপোর্টের কাজ হলো না আজ। আগামী পরশু যেতে হবে আবার।

IMG_3428.jpeg

সন্ধ্যা হয়ে গেল। বাবুর জন্য অল্প কিছু কেনাকাটা করলাম। এবার পকেট ফাঁকা। মাত্র ৩২ টাকা অবশিষ্ট ছিলো সম্ভবত। এবার বাসার দিকে ফেরার পালা। STEEM মার্কেটে ঢুকে একটু চুমকে উঠলাম পাম্প দেখে। এবার সোজা বাড়ি। আগামী পরশু আবার যেতে হবে সেই শহরে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 2 days ago 

আসলে বাইকের কাজ করাতে গেলে আইডিয়া অনুযায়ী কখনোই হয় না। আর বেশ কিছুদিন বাইকের কাজ করানো না থাকলে ছোটখাটো অনেক সমস্যাগুলো সেই মুহূর্তে সামনে আসে। ১৯৬৮৫ টাকা মানে অনেক বড় এমাউন্ট তবে বাইক বোধহয় এখন পুরোপুরি স্মুথ চলবে।

 3 days ago 

আসলেই ছোটখাটো সমস্যা গুলো আগে থেকেই সমাধান করলে,বড় আকার ধারণ করে না। বাইক সার্ভিসিং এবং ইয়াফির জন্য কেনাকাটা করে পকেট তো দেখছি বেশ ভালোই ফাঁকা হয়েছে হা হা হা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আইডিয়ার দুই গুণ বেশি টাকা লেগেছে। আসলে সব আইডিয়া কাজে লাগেনা গাড়িটি নিলামে বিক্রি করে নতুন আরেকটি গাড়ি নিয়ে চলে আসা উচিত ছিল।😛 যাইহোক, সেখানেও টাকার ব্যাপার স্যাপার কিন্তু সারাদিন শেষে মার্কেটের পাম্প যেটা একটু হাসি ফুটিয়েছে এটাই প্রাপ্তি হা হা।

 2 days ago 

কথায় আছে না সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়। অল্প অল্প সমস্যা হলে সেটা যদি সাথে সাথে না সমাধান করা হয় তাহলে পরবর্তীতে এই অল্প সমস্যার বিশাল আকার ধারণ করে।সব ক্ষেত্রেই এটা হয়। আপনার বাইকের অল্প সমস্যা গুরুত্ব না দিয়ে এখন বড় সমস্যা পোহাতে হচ্ছে। যার কারনে এখন আপনাকে ১৯,৬৮৫টাকা দিতে হলো।ঠিক বলেছেন স্টিমের দাম একটু পাম্প করছে। আপনার পুরো ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।