কথায় আছে না সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়। অল্প অল্প সমস্যা হলে সেটা যদি সাথে সাথে না সমাধান করা হয় তাহলে পরবর্তীতে এই অল্প সমস্যার বিশাল আকার ধারণ করে।সব ক্ষেত্রেই এটা হয়। আপনার বাইকের অল্প সমস্যা গুরুত্ব না দিয়ে এখন বড় সমস্যা পোহাতে হচ্ছে। যার কারনে এখন আপনাকে ১৯,৬৮৫টাকা দিতে হলো।ঠিক বলেছেন স্টিমের দাম একটু পাম্প করছে। আপনার পুরো ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।