RE: সত্যি আমরা দিন দিন জড় হয়ে যাচ্ছি।।জানুয়ারি ২০২১।।
দাদা,আপনি ঠিক বলেছেন দিনে দিনে যেন জরতা বেড়েই চলেছে। করোনার ভয়াবহ তান্ডব পৃথিবী কে ধ্বংস করে দিয়েছে।পৃথিবীর প্রতিটা দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে।এখন অবশ্য কিছুটা অর্থনৈতিক সংকট কাটিয়ে প্রতিটা দেশি ঘুরে দাঁড়িয়েছে।তবে মানুষের খামখেয়ালীর কারণে আবার করোনার তৃতীয় ঢেউ নতুন নতুন দেশকে আক্রান্ত করে যাচ্ছে।টেলিভিশনে দেখছি প্রতিনিয়ত নতুন নতুন দেশ করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে।আমরা কিছু সংখ্যক মানুষ সচেতন হলে কি হবে?প্রতিনিয়ত মানুষ অসচেতনতাই ঘোরাফেরা করছে মুখে মাক্স ব্যবহার করছে না।তবে ভাইয়া আপনাদের ইন্ডিয়া অবস্থা খুবই খারাপ ছিল করোনার দ্বিতীয় ঢেউয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আমার অনেক আপন মানুষকে হারিয়ে গেছে এই দিনগুলোর কথা মনে হলে এখনো বুক কেঁপে ওঠে।তাই প্রতিটা মানুষেরই সচেতন হয়ে চলার খুব দরকার।আর যেন কেউ তার আপন মানুষকে হারিয়ে কষ্ট না পাই।অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।