RE: মুচমুচে চিকেন পিঁয়াজু রেসিপি || Bengali Recipe by @hafizullah
ভাইয়া খুব জানতে ইচ্ছে করে আপনি পারেন না এমন কোন কিছু আছে নাকি। আবার মাঝে মাঝে অবাক করার মত কিছু উপহার দিয়ে থাকেন। যেমন আছে চিকেন টিক্কা থেকে চিকেন পেয়াজুতে নিয়ে আসছেন। দেখে বেশ দারুন উপভোগ করলাম। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম একটা বিষয় নিয়ে। যেটা হচ্ছে কারো সাথে মনোমালিন্য অথবা মন খারাপ হলে আপনি একদম বিচ্ছিন্ন থাকতে থাকেন। ঠিক তেমনি আমারও একই অবস্থা কারো সাথে আমার মনোমালিন্য হলে আমি তার ছায়া পর্যন্ত পাড়াতে রাজি নয়। তবে আপনার সাথে আবার একটু অমিল আছে। আর সেটা হচ্ছে আমার যত দুঃখ কষ্ট হোক না কেন আমার চোখ দিয়ে পানি আসে না। জানিনা হৃদয়টা কেন এতো পাথর হয়ে গেল। কিন্তু তার মানে এই নয় যে আমি মানুষকে ভালবাসতে জানিনা। সহযোগিতা করতে জানি না, বা দানশীল নয়, এরকম কোন কিছুই নয়। কিন্তু চোখের পানি আমার একেবারে হারিয়ে গেছে। আমাদের সাথে এত সুন্দর চিকেন পেঁয়াজের রেসিপিটি শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।