You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন-২৪ || দিল্লির লাড্ডু খেলেও পস্তাতে হয় না খেলেও পস্তাতে হয়, কেন?
দিল্লির লাড্ডু আর কলকাতার ফুচকা এই দুটোরই বেহাল অবস্থা এখন। দুটো খেলেই পেট খারাপ করছে। একটাতে ঘি এর পরিমাণ বেশি অন্যটাতে হাতের ময়লা। দিল্লির লাড্ডু কথাটা বিয়ে সংক্রান্ত বিষয়গুলোতে বেশি ব্যবহার হয়। বিয়ে করার আগে মনে হয় কি মধু আছে দেখা যাক। আর বিয়ের পর নিজের যতটুক মধু অবশিষ্ট থাকে সেটাও খেয়ে ফেলে দেয় চুষে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি বলতে হয় তাহলে বলব সবারই একবার দিল্লির লাড্ডু খাওয়া উচিত কারণ অভিজ্ঞতা দরকার আছে। সেটা ভালো হোক বা মন্দ। |
---|
লাড্ডু বানাতেও সেই হাতের ময়লা চলে আসে।
লাড্ডু খাওয়ার দিনের নিমতন্ন যেন পাই 😁
আসল টেস্ট তো হাতের ময়লারই। বাকি মশলা তো বিলাসিতা মাত্র।😁
যদি লাড্ডু খাওয়ার দুর্ভাগ্য হয় কোনোদিনও তবে তুমি অবশ্যই থাকবে সেখানে। যদিও আমার আগে তোমার লাড্ডু খাওয়ার দিন আসবে।
দুর্ভাগ্য নয় সৌভাগ্য বলো 😁
তবে তাই হোক।🙂