You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০২
সেই মূলেতে কৃষ্ণ যখন
একলা বসে থাকে,
ভরা নদীর জোয়ার ভাটায়
সেই সে পথের বাঁকে।
💕
সেই মূলেতে কৃষ্ণ যখন
একলা বসে থাকে,
ভরা নদীর জোয়ার ভাটায়
সেই সে পথের বাঁকে।
💕
পথের বাঁকে বাউল জাগে
কৃষ্ণ বাঁশির টানে
সকাল বিকেল ঢেউ খেলে যায়
গোপীকুঞ্জ পানে।