You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৩
সম্পর্কের দোরে বাঁধন রয়ে গেছে,
তবুও কত দূরে জীবনের পথে
একাকীত্বের ছায়া পড়ে।
মানুষের ভিড়ে নেই তোমার সঙ্গ,
আমি একা, এই বিশ্বময় তবুও
তুমি আছো একেবারে আঁধারে।
প্রাণের মাঝে যেন খুলছে নতুন এক গীতি,
তোমার আর আমার মাঝে দূরত্বের
মিছিল বেঁধে, সাহসের বাতাসে
ভাসে প্রতিধ্বনি, জাগছে ব্যথা,
তবুও হৃদয়ে হারিয়ে গেছে এ
কলা সমুদ্দুরের চাঁদ।
একাকীত্ব সত্যি অনেক ভয়ঙ্কর। একাকিত্বের মাঝে আমরা জীবনের অফুরন্ত আঁধারগুলো খুঁজে পাই। কখনো বা একাকিত্বের ভিড়ে আঁধার জীবন আমাদেরকে ঘিরে ধরে। অসাধারণ লিখেছেন আপু।
আসলে একাকীত্ব আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। অনেকদূর এগিয়ে দেয়। বাস্তবতার মুখোমুখি পৃথিবীকে চিনতে শেখায়। আর তাই আমি গভীর ভাবে একাকীত্বকে উপভোগ করি।