রাস্তার কুকুরগুলো আমার দিকে প্রতিনিয়ত এমন ভাবে চেয়ে থাকতো, যেন ওরা ভূত দেখছে।
কথাটা বেশ মজার হলেও এটাই কিন্তু চরম সত্য ছিল। ওই সময়ে পিপি পরিহিত অবস্থায় চিকিৎসারত কর্মীদের দেখলে সবাই একটু অন্যরকম ফিল করতো। একটি শোচনীয় সময় পার করে এসেছি আমরা। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অবলা প্রাণীদের খাবার খাইছিলেন এটা শুনে আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। যেমন বর্তমানে আপনার বাসার বড় গেটের সামনে কুকুরকেও খাওয়াচ্ছেন। যাই হোক আমাদের প্রত্যেকের উচিত আপনার মতই এরকম অবহেলা প্রাণীর প্রতি যত্নশীল হওয়া। তবেই মনে আধ্যাত্মিক শান্তি অনুভব করা যাবে।
করোনাকালীন সময়টা আসলেই বেশ কঠিন গিয়েছিল, এটা কোনভাবেই অস্বীকার করা যাবে না।