আমিও এই টাইপের একজন মানুষ। মাথায় কোন চিন্তা ঢুকলে তা না করে শান্তি নেই আমার।আপনি সুন্দর একটি কাজ করেছেন।সত্যি কথা বলতে," যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।"" কবির এই কথা আমরা বাস্তবায়ন করতেই পারি।কোন কিছুতে মনের ইচ্ছে গুলোকে পূরণ করা উচিত।বেশ ভালো লাগলো সুন্দর অনুভূতি গুলো পড়ে। দোয়া করি আল্লাহ মন বুঝে আপনাকে উপহার দিতে পারার সার্মথ্য দান করুন আরো,আমিন।
ভালো লাগলো আপনার সাবলীল মন্তব্য পড়ে,আপু।