উপহার
বছরের শেষের দিন একটা ছোট্ট ইচ্ছে পোষণ করেছিলাম, অন্তত আর যাইহোক নতুন বছরে কিছু অসহায় মানুষকে শীত বস্ত্র উপহার দেবো।
আমি আসলে নাছোড়বান্দা স্বভাবের মানুষ, কোন একটা চিন্তা মাথায় ঢুকে গেলে, সেটা যেন বাস্তবায়ন করতেই বেশি মনোযোগী হয়ে পড়ি। স্থানীয় এলাকার বিত্তশালী লোকজনের কাছে আমার ইচ্ছের কথা জানিয়েছিলাম, তবে সেভাবে সাড়া পাইনি।
যেহেতু সাড়া পাইনি, তাই শুরুতেই কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম। তবে কোনভাবেই হতাশ হইনি, শুধু ভাবছিলাম কেউ এগিয়ে না আসলে, নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার ঠিক ততটুকুই করবো।
বেশ কয়েকদিন স্থানীয় বাজার ও গ্রামের ভিতরে অনেকটাই ঘোরাঘুরি করেছি, এখানকার বেশিরভাগ মানুষের দরিদ্রতার সঙ্গে সখ্যতা বহু পুরনো। আমি নিজে যে খুব আহামরি স্বাবলম্বী তেমনটা নই, যেহেতু ইচ্ছে পূর্ণ করা প্রধান বিষয়, তাই বহু কষ্টে খুঁজে খুঁজে ঠিক সেইসব মানুষকেই বের করেছিলাম, যাদের কিনা আসলেই এই শীতে শীতবস্ত্র দরকার।
বিগত তিন বছর থেকে নিজের জন্যই তেমন শীতের কাপড় কিনি নি, বলতে গেলে যা আছে তা দিয়েই দারুণ চলে যাচ্ছে। অবশেষে গিন্নি কে নিজের ইচ্ছের কথাটা জানিয়ে ছিলাম, এবার অবশ্য বেশ ভালই সাড়া পেয়েছি ওর কাছ থেকে।
দুটো এক হাজার টাকার নোট আমার হাতে ধরিয়ে দিয়েছিল এবং কানে কানে বলেছিল, দিবে যেহেতু মোটামুটি তাহলে ভালো মানের কম্বল দিও। পাঁচজন মানুষ যেহেতু আমার তালিকায় ছিল, তাই খুব ভালোভাবেই সেই টাকার ভিতরেই তাদের জন্য কম্বল কেনা হয়ে গিয়েছিল।
বুকে হাত রেখে বলছি, মানুষগুলোকে যখন কম্বল দিয়েছি, তখন তাদের চোখমুখে যে আনন্দের প্রতিচ্ছবি দেখেছিলাম, তা যেন আমাকে অন্যরকম ভাবে আকৃষ্ট করেছিল।
নিজের কাছে নিজেই কৃতজ্ঞ, এমন একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে। আপাতত যে ইচ্ছে ছিল তা পূর্ণ হয়েছে, এখন আর তেমন কোনো ইচ্ছে নেই বললেই চলে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমিও এই টাইপের একজন মানুষ। মাথায় কোন চিন্তা ঢুকলে তা না করে শান্তি নেই আমার।আপনি সুন্দর একটি কাজ করেছেন।সত্যি কথা বলতে," যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।"" কবির এই কথা আমরা বাস্তবায়ন করতেই পারি।কোন কিছুতে মনের ইচ্ছে গুলোকে পূরণ করা উচিত।বেশ ভালো লাগলো সুন্দর অনুভূতি গুলো পড়ে। দোয়া করি আল্লাহ মন বুঝে আপনাকে উপহার দিতে পারার সার্মথ্য দান করুন আরো,আমিন।
ভালো লাগলো আপনার সাবলীল মন্তব্য পড়ে,আপু।
আপনার এতো বড় একটি উদ্যোগ দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে ভাইয়া আমাদের আশেপাশের এমন কিছু মানুষ রয়েছে, যারা শীতকালে অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে কাটিয়ে দেন। আপনি বেশ কিছু মানুষ কে শীতবস্ত্র বিতরণ করেছেন, আপনার এতো বড় একটি কাজ কিছু মানুষ কে অনেক টা শান্তিতে রাখবে।
দায়িত্ববোধের জায়গা থেকে কাজটা করেছি, এর বেশি আর কিছুই না।
বাহ্! ব্যাপারটা বেশ ভালো লাগলো ভাই। তীব্র শীতে অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করতে পারলে নিজের কাছেই খুব ভালো লাগে। আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন তাদের পাশে দাঁড়াতে। আসলে সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যত সহজে লেখাটা লিখেছিলাম, তারথেকেও ব্যাপারটা বাস্তবে বেশ কষ্টসাধ্য ছিল ।
ধন্যবাদ ভাই মতামতের জন্য।
এই ধরনের পদক্ষেপগুলো বর্তমানে খুব দরকার ভাই। আজকাল এমন মানুষ খুঁজে পাওয়াই দায় হয়ে গেছে। আপনি ভীষণ সদর্থকভাবে এই মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে বস্ত্র প্রদান করেছেন। যাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের আশীর্বাদ জীবনে থাকলে অনেক স্বচ্ছলভাবে জীবনে এগিয়ে যেতে পারবো বলেই আমি বিশ্বাস করি।
ভালো লাগলো দাদা আপনার মতামত। অনুপ্রাণিত হলাম।