You are viewing a single comment's thread from:
RE: মুচমুচে চিকেন পিঁয়াজু রেসিপি || Bengali Recipe by @hafizullah
কখনো কি বৃষ্টির মতো নিজের চোখ দুটোকে কান্নায় ভিজিয়েছেন, কখনো কি ঝর্ণার মতো নিজের চোখ দুটোকে ভাসিয়েছেন?
হৃদয়ে জমা কষ্ট গুলো যখন জমতে জমতে হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে তখন বৃষ্টি ধারায় এই দুই চোখ ভিজে যায়। হয়তো হৃদয়ের কান্না গুলো হৃদয়ের মাঝে লুকিয়ে রয়। কিন্তু হৃদয়ের জমা কষ্টগুলোকে যদি প্রকাশ করা যায় তাহলে ভেতরটা অনেক হালকা হয়। আসলে আমরা পুরুষ। হয়তো কারো সামনে কাঁদতে পারি না। নিজের কষ্ট গুলোকে প্রকাশ করতে পারি না। কিন্তু নিজের কষ্ট গুলোকে ভিতরে চাপা না রেখে একলা নিরালায় কাঁদলে অনেকটা হালকা লাগে নিজেকে। তবে যাইহোক ভাইয়া মসুর ডাল দিয়ে চিকেন পিঁয়াজু রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সবসময় মজার মজার রেসিপি শেয়ার করেন। তেমনি আজকেও অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💗💗