সত্যি ভাইয়া এই সময়টাতে সবার বাড়িতেই অতিথি আগমন ঘটে। পিঠে পুলির উৎসব শুরু হয়ে যায় সবার বাড়িতেই। এই একটা সময় কারো পড়াশোনার অত চাপ থাকে না তাই বাচ্চারা মন মত মজা আনন্দ করতে পারে সেই সাথে বড়রাও সবার সঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে। আপনার বাড়ির রমরমা পরিবেশ এবং রান্না বাড়ির এলাহী আয়োজন দেখছি।
মিনিমাম ২০ থেকে ৩০ জন আত্মীয় এসেছিল, তাই একটু আয়োজন বড় ছিল আপু।