উৎসব আনন্দ
গতকাল রাত থেকেই পুরো বাড়ি ভর্তি লোকজন ছিল, তাই খুব একটা ঠিকঠাক মত নিজের কাজ করতে পারি নি। যেহেতু নতুন বাড়ি করেছি, তার ভিতরে এমনিতেই শীতের সময় চলছে, তাই বাড়িতে আজকে আত্মীয়-স্বজন থেকে শুরু করে এলাকাবাসী সকলের জন্যই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল।
তাছাড়া যেহেতু বাড়িতে দীর্ঘদিন পরে আত্মীয়-স্বজনরা এসেছে, তাই পিঠেপুলির আয়োজন তো ছিলই। সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ, তবে আমি বড্ড ক্লান্ত। গতকাল রাতে শো শেষ করে, ঘুমোতে গিয়ে দেখি একদম ভোর হয়ে গিয়েছিল। তার মাঝে ঠিকঠাক মত করে যে আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলব, তেমনটাও হয়ে উঠছিল না।
এমনিতেই ঘুম না হলে বেশ অস্বস্তি লাগে নিজের কাছে, তাই পরিপূর্ণভাবে বাড়িতে তেমনটা কাজ করতে পারিনি। যদিও সবকিছুর জন্য লোকজন ছিল, তার ভিতরেও তদারকির দায়িত্ব ছিল আমার উপরে। গিন্নির কড়া নির্দেশ ছিল, সবকিছু যেন ঠিকঠাক মতো করা হয় ।
সবাই রান্না করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এমনিতেই রাত জাগা ক্লান্ত শরীর, তার ভিতরেও যখন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সকালবেলা কথা বলছিলাম তখন যেন কিছুটা প্রশান্তি পেয়েছিলাম।
বাবু তো বেশ খুশি, বাড়ি ভর্তি লোকজন পেয়ে। সবাই বেশ আনন্দঘন সময় অতিবাহিত করছিল। অনেকটা দিন পরে যেন বাড়িটা প্রাণ ফিরে পেয়েছিল,আমার কাছে যেন তেমনটাই মনে হচ্ছিল। যদিও এই আনন্দঘন মুহূর্ত বড্ড ক্ষণিকের, তারপরেও আলাদা প্রশান্তি কাজ করছিল নিজের মাঝে।
সত্যি বলতে গেলে কি, আত্মীয়-স্বজনের এমন আগমনে যেমনটা আমি সন্তুষ্ট হয়েছি তেমনটা দীর্ঘদিন পর তাদের সঙ্গে দেখা হয়ে , অনেকটাই ভালোলাগা কাজ করছিল। এমন আয়োজন ও এমন দেখা-সাক্ষাৎ মাঝে মাঝে হলে ভালোই হয়, তাতে অন্তত আত্মীয়ের ভিতরে সম্পর্ক প্রাণবন্ত থাকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি ভাইয়া এই সময়টাতে সবার বাড়িতেই অতিথি আগমন ঘটে। পিঠে পুলির উৎসব শুরু হয়ে যায় সবার বাড়িতেই। এই একটা সময় কারো পড়াশোনার অত চাপ থাকে না তাই বাচ্চারা মন মত মজা আনন্দ করতে পারে সেই সাথে বড়রাও সবার সঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে। আপনার বাড়ির রমরমা পরিবেশ এবং রান্না বাড়ির এলাহী আয়োজন দেখছি।
মিনিমাম ২০ থেকে ৩০ জন আত্মীয় এসেছিল, তাই একটু আয়োজন বড় ছিল আপু।
বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে সত্যিই খুব ভালো লাগে। সবাই মিলে দারুণ সময় কাটানো যায়। যাইহোক গতকাল হ্যাংআউট চলাকালীন সময়েই শুনতে পেয়েছিলাম আপনার বাসায় আত্মীয় স্বজনরা এসেছে। রাতে না ঘুমিয়েও,সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ ভালই চাপ গিয়েছে আজ সারাদিন ভাই, ধন্যবাদ আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
উৎসব মুখর পরিবেশ হলে মাঝে মাঝে ভালো ই লাগে।অন্তত চাপ হলেও মনে প্রশান্তি কাজ করে।বাড়িতে আত্মীয়-স্বজন এলে আমার কাজের পরিমান বৃদ্ধি পায় সত্যি কিন্তু মনটা অনেক ভালো লাগে।নিরবতার থেকে কিছুটা সময় আনন্দ উল্লাসে দময় কাটানো যায়।আপনার অনুভূতি পড়ে কিন্তু তেমনটা ই মনে হলো। চাপে থাকলে ও সবার সাথে সুন্দর মূহুর্ত কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে সাবলীল মন্তব্য করার জন্য।
রান্নাবান্নার জন্য লোক রাখলেও যাদের বাড়ির আয়োজন তাদেরকে তদারকিতো করতেই হয়। এজন্য হয়তো আপু আপনাকে বলে রেখেছিল। নতুন বাড়ি উপলক্ষে তাহলে লোকজনের জন্য বেশ ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের গুলো বাকি রয়ে গেল। ভালো লাগলো সুন্দর মুহূর্ত দেখে।
চলে আসেন আপু, আপনাদের জন্য দাওয়াত রইলো।
আপনি নতুন বাড়ি করছেন জানতে পেরে ভালো লাগলো। বাড়ি ভর্তি তাহলে মেহমান। বাড়িতে সবাই থাকলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। সবার সাথে ভালো করে গল্পগুজব ও করা যায়। তবে এতো ব্যস্ততার পরেও আপনি সময় দিয়েছেন তাদের জানতে পেরে ভালো লাগলো।
বাড়ি করেছি প্রায় দু মাস হচ্ছে ভাই। ধন্যবাদ সাবলীল মন্তব্যের জন্য।
আপনার পোস্ট পড়ে আজকে তা জানতে পারলাম ভাইয়া 😐
আগে বললে তো আমি চলে আসতাম। তাতে করে তদারকিটাও করা হতো আর আমারও এমন মজাদার খাবার খাওয়া হতো। আপনি কিন্তু দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া্ আমার তো রীতিমত লোভ হচ্ছে এমন প্রোগ্রামে যাওয়ার।ধন্যবাদ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চলে আসেন আপু সময় করে, আপনাদের জন্য সর্বদাই উন্মুক্ত আমার বাড়ির দরজা।
ভাইয়া জানালাটাও কিন্তু খোলা রাখবেন, যাতে করে একটু উকি দিতে পারি। হি হি হি