রান্নাবান্নার জন্য লোক রাখলেও যাদের বাড়ির আয়োজন তাদেরকে তদারকিতো করতেই হয়। এজন্য হয়তো আপু আপনাকে বলে রেখেছিল। নতুন বাড়ি উপলক্ষে তাহলে লোকজনের জন্য বেশ ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের গুলো বাকি রয়ে গেল। ভালো লাগলো সুন্দর মুহূর্ত দেখে।
চলে আসেন আপু, আপনাদের জন্য দাওয়াত রইলো।