আমার ছেলে সেমাই খেতে খুবই পছন্দ করে তারজন্য দু-এক দিন পর পরই সেমাই রান্না করা হয়। আমার কাছেও সেমাই খেতে অনেক ভালো লাগে। ঘন দুধ দিয়ে সেমাই খেতে খুবই ভালো লাগে। আমি নারিকেল দিয়ে বেশি পছন্দ করি কিন্তু ছেলে ছোট বলে রান্না করা যায় না। তাদের হজম শক্তি কম বলে খাওয়ানো নিষেধ। আপনি খুব সুন্দর ভাবে সেমাই রান্নার রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।