You are viewing a single comment's thread from:

RE: যে মানুষ সবার উন্নতিতে নিয়োজিত সে হয় অবহেলিত,আর যে মানুষ স্বার্থ নিয়ে মগ্ন, সে সবদিকে পরিপূর্ণ।

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসলে এখন মানুষের সাহায্য করলে নিজেকেই অনেক বেশি অবহেলিত হওয়া লাগে। কারণ মানুষ সেই সাহায্যের মূল্যটাই এখন দিতে পারেনা। কিন্তু যে মানুষগুলো নিজের স্বার্থ নিয়ে সবসময় চিন্তিত থাকে, সেই মানুষগুলো সব দিক দিয়েই পরিপূর্ণতা পায়। আর এটা একেবারে বাস্তবিক এবং সত্য কথা। আমাদের আশেপাশে আমরা লক্ষ্য করলেই এরকম বিষয়গুলো দেখতে পাবো। অনেক বেশী সুন্দর করে লিখেছেন আপু আপনি এই লেখাগুলো। আমার কাছে আপনার লেখা পোস্টটা অনেক বেশি ভালো লেগেছে পড়তে।

Sort:  
 last month 

যারা এইরকম পরিস্থিতিতে পড়ে তারাই বুঝে আসলে বিষয়টা কতটা কষ্টদায়ক।স্বার্থপর মানুষরা দিনশেষে সুখেই থাকে।