দাদা আপনার লেখা প্রাচীন শহর গল্পের প্রথম পর্ব পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। এটার কাহিনীটা অনেক ভিন্ন রকমের ছিল। তবে গল্পটা পড়ার সময় প্রথমে কিছুটা ভয় লাগছিল। পরবর্তীতে ও ভেবেছিলাম রাহুল ওখানে যাওয়ার পর তার সাথে খারাপ কিছু যেন না ঘটে যায়। তবে সব থেকে অদ্ভুত বিষয়টা ছিল, শহরটা আবার সুন্দর ভাবে নতুন করে গড়ে ওঠা। প্রশ্নটা তো মাথায় ঘুরছে। তবে এটা আসলে কি হবে। আশা করছি তাড়াতাড়ি পরবর্তী পর্ব আমাদের মাঝে ভাগ করে নিবেন দাদা।