You are viewing a single comment's thread from:

RE: আমার বাড়ির ছোট্ট সবজি বাগান- ডাটা শাকের গল্প

in আমার বাংলা ব্লগyesterday

নিজের সাধ্যমতো কিছু না কিছু ফলন করাটা আমারও ভীষণ পছন্দের। শহরের মাঝে তো ওভাবে সম্ভব হয়ে উঠে না। তবে আমার শ্বাশুড়ি নিজেই পেয়াজ- রসুন, হলুদ থেকে শুরু করে নানা ধরনের শাক ফলান। আমার ভীষণ ভালো লাগে গ্রামে গেলে সেসব দেখতে, নিজের হাতে তুলতে। আপনার ডাটা শাক তো অল্প জায়গাতেও বেশ দারুণ হয়েছে ভাই! সাবাড় করার পরেও অন্য কিছুর বীজ ফেলে দিয়েন।

Sort:  
 44 seconds ago 

একদমই, তাছাড়া ছুটির দিনগুলোর সময়ও দারুণভাবে উপভোগ করা যায় সবজি বাগানের সাথে।