আজ বেশ ঠান্ডা পরেছে ঢাকাতেও। একফোটা রোদের দেখা নেই, সাথে কেমন মেঘলা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। এর মাঝে একই দিনে পর পর তিন টি এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয়াটা আসলেই অনেক চাপের হয়ে যায়। কারণ ছয় ঘন্টা লিখে কি আর হাত চলে নাকি!! তারউপর পরীক্ষা মানেই এক্সট্রা প্রেসার!! তবে আশা করছি পরীক্ষার রেজাল্ট ভালোই আসবে। শুভকামনা রইলো।