You are viewing a single comment's thread from:

RE: ৫২ ফুট উঁচু কালি মায়ের দর্শন

in Incredible India2 months ago (edited)

না ঈশা, তোর একটু ভুল হলো। প্রতিভা ক্লাবের মাঠে যে পুজোটা হয় সেটা জগ্ধাত্রী পুজো আর আমি যে ঠাকুরের ছবি দিয়েছি সেটা সন্ধ্যামাঠপাড়ার কালী ঠাকুর। সন্ধ্যা মাঠ পাড়ায় প্রতিবছর এই বড় কালী ঠাকুর তৈরি হয়।

আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি আবার উল্টো। বাইরে ঘুরতে বেরিয়ে একটু পেট পুজো না করলে কেমন যেন mood টা off হয়ে যায়। তাই আমরা দুজনেই বাইরে বেরোলে ছোটখাটো কিছু হলেও খাই।

আর ঈশান তো অনেক ছোট। ডায়েট করার অনেক সময় বাকি আছে। এখন একটু অন্তত খেতে দে। পরে নিজে থেকেই না হয় হেলথ কনসাস হয়ে যাবে। সাথে তুইও একটু খা। খেলে মন ভালো থাকে।

আর আমার কাছ থেকে ট্রিট পেতে হলে আমাদের বাড়ি আসতে হবে। সেই কোন যুগে একবার এসেছিলিস তারপরে তো আর তোর টিকিটিও খুঁজে পাওয়া যায় না। আসিস একদিন।